নুরুর কক্ষে তালা লাগিয়ে দিলো মুক্তিযু’দ্ধ মঞ্চ

0

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরুর পদ’ত্যাগের দাবিতে তার কক্ষে তালা লাগিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযু’দ্ধ মঞ্চ নামে একটি সংগঠন।

বুধবার দুপুরের দিকে এ তালা ঝোলানো হয়েছে বলে জানা যায়। একই সঙ্গে ওই সংগঠন থেকে তার গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ নুরুর একটি ফোনালাপকে কেন্দ্র করে তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ডাকসু ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযু’দ্ধ মঞ্চ। এরপর নুরু ডাকসুর যে কক্ষে বসেন সেখানে তালা লাগিয়ে দেন মুক্তিযু’দ্ধ মঞ্চের কয়েকজন নেতা।

তালা লাগিয়ে দরজায় দুটি প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেন তারা। যেখানে লেখা আছে, দুর্নীতিবাজ নুরুর পদ’ত্যাগ চাই, দুর্নীতিবাজ নুরুর ঢাবিতে ঠাঁই নেই।

এ ব্যাপারে নুরু দাবি করেন, ছাত্রলীগের মদদে গঠিত একটি সংগঠন এ কাজ করেছে। ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

পিঠ বাঁচাতে ‘১৩ কোটি টাকা’ প্রসঙ্গে যা বললেন নুরু

ফোনালাপের কণ্ঠটি যে তারই তা ইতিমধ্যে স্বীকার করেছেন ভিপি নুরু। তবে টেলিভিশন চ্যানেলটি উদেশ্য প্রণোদিতভাবে তার ফোনালাপের আংশিক প্রচার করে বিভ্রা’ন্তির সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন নুরু।

বিষয়টি পরিস্কার করতে নুরু মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি দাবি করেন, আমার একটি ফোনালাপ ইলেকট্রনিক মিডিয়ায় বি’কৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পুরোপুরি কথা না শুনিয়ে এর আংশিক প্রচার করা হয়েছে। এট সাংবাদিকতার নীতি বিরু’দ্ধ। আমি এর বিরু’দ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিশ পাঠাব। টেলিভিশন চ্যানেলটি ফোনালাপের আংশিক তথ্য তুলে ধরেছে। ওখানে কিন্তু ক্লিয়ার করা নেই যে আমি কাউকে কাজের কথা বলছি বা কারো কাছে কাজ চাচ্ছি বা কাউকে সুপারিশ করছি। এমনভাবে সাজিয়ে গুছিয়ে তারা অডিও ক্লিপটি প্রচার করেছে যেন বিভ্রা’ন্তির সৃষ্টি হয়।

নুরুর দাবি, আমাদের বিরু’দ্ধে ষড়’যন্ত্র হচ্ছে। ক্ষমতাধরদের বিভিন্ন দু’র্বৃত্তায়ন নিয়ে কথা বলছি, বিভিন্ন বাহিনী দিয়ে নির্যা’তনের চিত্র তুলে ধরছি বলেই এই ষড়’যন্ত্র। আমাদেরকে প্রশ্নবি’দ্ধ করতেই এই ফোনলাপ ফাঁ’স করা হয়েছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!