চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঘরের পাশে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে প্রতিবেশী দুই নারীর বাধা পেয়েছে ৭ বছর বয়সী এক শিশু। নাম তার আহম্মেদ বিন কাদেরী। ২য় শ্রেণীতে পড়া এ শিশু ঘটনার মৌখিক প্র’তিবাদ করলে শুনতে হয়েছে গা’লিগা’লাজ।
এ অবস্থায় ক্ষু’দ্ধ ও অপ’মানিত কাদেরী ছুটে গিয়েছে নিকটস্থ থানায়। অবশেষে পুলিশ পৌছে ২ নারীকে সতর্ক করলে তবেই শান্ত হয়েছে সে। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌর শহরের।
নাচোল থানার পরিদশর্ক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ২ নারীর বিরু’দ্ধে থানায় অভিযোগ করতে আসে শিশু কাদেরী। একাই এসেছিল সে। বেলা সাড়ে ১২টার দিকে ষ্টেশনপাড়া এলাকায় খেলা করতে গেলে মমতাজ বেগম ও মাসুদা বেগম নামে দুই নারী তাকে নি’ষেধ করে।
মহল্লার মধ্যে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে কেন নি’ষেধ করা হচ্ছে তা জানতে চায় কাদেরী। তখন ২ নারী তাকে অ’শ্লীল ভাষায় গা’লিগা’লাজ করেছেন বলে কাদেরী জানায়। অপ’মানজনক এ আচরণের প্র’তিকার চেয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করে শিশুটি। কথাগুলো বলতে গিয়ে এক পর্যায়ে শিশুটি কেঁদে ফেলে।
ব্যতিক্রমী এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিক বি’চলিত হলেও দ্রুত পদক্ষেপ নেন। শিশু কাদেরীর সঙ্গে পুলিশের এসআই পদ মর্যাদার একজন কর্মকর্তাকে পাঠানো হয় ঘটনাস্থলে। অভিযুক্ত ২ নারীকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়। এরপর শিশু কাদেরী পুলিশকে বিদায় জানায়।
পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, চাকরী জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি কখনো। অল্প বয়সী একটা ছেলে তার অধিকারের প্রশ্নে একাই থানায় পৌছেছে। গুছিয়ে অভিযোগ করেছে। তা শুনে হতবাক হয়ে পড়েছিলাম। ঘটনার বিচার চেয়ে সে কাঁদছিল। ঘটনা মনোযোগ সহকারে শুনে এরপর ব্যবস্থা নিয়েছি।
আলোচিত শিশু আহম্মেদ বিন কাদেরী নাচোল ঘিওন গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পড়ছে নাচোল পৌর শহরের এশিয়ান স্কুল এ্যান্ড কলেজে। ২য় শ্রেণীর এ শিক্ষার্থী লেখাপড়ার সুবিধার্থে থাকে নাচোল রেল ষ্টেশনপাড়ায় নানীর কাছে। খেলার অধিকার নিয়ে শিশু বি’দ্রোহের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে মুখে মুখে।
1.5K