মুক্তমঞ্চ ডেস্ক:
তিনি প্রায়শই স্বাধীনতা পূর্ব আন্দোলনে ছাত্রলীগের পক্ষ হয়ে প্রথম পতাকা উত্তোলনের দাবী করেন এবং এই দাবীকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সত্য-মিথ্যার মিশেলে ইতিহাস বি’কৃত করে চলেছেন।
জাতীয় পতাকা …
যখন এই দেশটি পাকিস্থানি হা’নাদারদের শো’ষণ-ব’ঞ্ছনার শি’কার, তখন বঙ্গবন্ধু দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে জনগণকে পাশে নিয়ে গণতান্ত্রিক বিপ্লব এবং সশ’স্ত্র বিপ্লব- দুই ধারকেই অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করেন।
আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে জাতীয় পতাকার প্রয়োজনীয়তা দেখা দেয় মূলতঃ আমাদের স্বতন্ত্র পরিচয় প্রকাশের জন্য এবং এর পরিকল্পনা করা হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ইঙ্গিতে। এই পরিকল্পনার অংশ হিসাবে তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাত্রলীগের কর্মী শিবনারায়ণ দাসের মাধ্যমে জাতীয় পতাকার একটি ড্রয়িং তৈরি করেন। সেই ড্রয়িং অনুযায়ী পতাকা তৈরির দায়িত্ব পড়ে তৎকালীন বিখ্যাত ছাত্রনেতা কামরুল ইসলাম খসরুর উপর।
এই খসরু তখন পাক সামরিক জা’ন্তার ১৪ বছরের দ’ণ্ডাদেশ মাথায় নিয়ে মধ্যরাতে বের হয়ে যান পতাকা তৈরির মিশনে। অবশেষে রাত পোহানোর আগেই খসরু পতাকা তৈরি করে ছাত্রলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ইকবাল হলে সিরাজুল আলম খানের হাতে তুলে দেন। পরবর্তীতে সিরাজুল আলম খান সেই পতাকাটি নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যান। পতাকা দেখে বঙ্গবন্ধু আবেগতাড়িত হয়ে পড়েন এবং উপস্থিত সকলকে বলেন, “কবে কখন প্রকাশ্যে পতাকাটি উড়াবি আমি বলে দিবো। এখন খুব গোপনে রেখে দে।”
পরবর্তীতে এই পতাকা ১৯৭১ সালের ২রা মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে গঠিত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আহ্বানকৃত বটতলার (কলাভবনের সন্নিকটে) সমাবেশে সিরাজুল আলম খানের নির্দেশে ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন একটি বাঁশের ডগায় বেঁধে ইকবাল হল থেকে মিছিল নিয়ে পৌঁছান। সমাবেশে উপস্থিত ছাত্র-জনতা বিপুল আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং সেই পতাকাটি তৎকালীন ছাত্রনেতা আ স ম রব কলাভবনের ছাদে ওঠে উত্তোলন করেন।
✔ এই হলো পতাকা উত্তোলনের ইতিহাস। এটা পরিস্কার যে, জাতীয় পতাকার ডিজাইন, ড্রয়িং তৈরি এবং উত্তোলন পুরো পর্বটাই ছিল ছাত্রলীগের একটা টিম স্পিরিটের ফসল। অথচ সেখানে আ স ম আব্দুর রব আজ সেই কৃতিত্ব একাকী নিজের পকেটে পুরতে চান!
✔ দুর্ভাগ্যজনক হলো, আজকের প্রজন্ম এই পতাকা তৈরির সাথে প্রত্যক্ষভাবে জড়িত আইয়ুব খানের শাসনামলে ১৪ বছরের দ’ণ্ডাদেশপ্রাপ্ত বিখ্যাত ছাত্রনেতা কামরুল ইসলাম খসরুর নামটিই জানেনা! এই তথ্য ঘাটতির সুযোগেই আ স ম রবরা প্রথম পতাকা উত্তোলনের একক কৃতিত্বের দাবিতে ইতিহাস বি’কৃত করে চলেছেন।
লেখক: হাসান বিন বাংলা
* ছবিতে বঙ্গবন্ধুর স্নেহধন্য ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম খসরু
4.2K