জিয়াউর রহমান জাতীয় ৪ নেতা হ’ত্যার পরিকল্পনাকারী: নাসিম

0

বগুড়া প্রতিনিধি:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ। আওয়ামী লীগ মানুষের মন জয় করে ক্ষমতায় এসেছে। তবে ক্ষমতায় আছে বলে আত্মতৃপ্তির সুযোগ নেই। এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষ ক’ষ্ট পায়। বগুড়াকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বগুড়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।

‘জিয়াউর রহমান জাতীয় ৪ নেতা হ’ত্যার পরিকল্পনাকারী’ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, দেশকে রাজনীতি শূন্য করতে জিয়াউর রহমান জাতীয় ৪ নেতাকে হ’ত্যার পরিকল্পনা করেছিলেন। জিয়া খল-নায়ক। তদন্ত কমিশন গঠন করে জিয়াউর রহমানের বিচার করতে হবে। না হলে দেশের ইতিহাস অ-সম্পূর্ণ থাকবে। খন্দকার মোশতাক বে’ইমানি করেছে, জাতীয় ৪ নেতা বঙ্গবন্ধুর র’ক্তের সঙ্গে বে’ইমানি করেননি বলে নি’র্মম হ’ত্যার শি’কার হয়েছেন। আজও সেই চ’ক্রান্তকারীরা চ’ক্রান্ত অ’ব্যাহত রেখেছে। সব চ’ক্রান্ত রু’খে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।

বেলা ১১টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় বিকেল ৪টায়। সম্মেলনের প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, দুর্নীতির বরপুত্র, সন্ত্রা’সের জন্মদাতা তারেক রহমান। সারাদেশে খু’নের কারবালা করেছিল হাওয়া ভবন থেকে। আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির সময়ে বগুড়া ছিল সন্ত্রা’সীদের অভ’য়ারণ্য।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান কবিতা, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

সম্মেলনে ২০ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে বিকেলে জেলা কমিটির সভাপতি হিসেবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন,

আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় ও অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে প্রয়াত আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে চেম্বার সভাপতি মাসুদুর রহমান মিলনের নাম ঘোষণা করেন মোহাম্মদ নাসিম এমপি।

শেয়ার করুন !
  • 530
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!