চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক ডেঙ্গু রোগী

0

সময় এখন ডেস্ক:

চলতি বছর রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক ডেঙ্গু রোগী।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (৭ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১ লাখ ৬১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রা’ন্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১ হাজার ৪০১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৯ হাজার ২১২ জন।

হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৫০ হাজার ৯৯১ জন ও ঢাকার বাইরে ৪৯ হাজার ১৬ জন।

বর্তমানে ডেঙ্গুর প্রকো’প অনেকটাই কমে গেছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকার ৪১ সরকারি ও বেসরকারি হাসপাতালে মাত্র ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২১ জনসহ ৪৬ জন ডেঙ্গু আক্রা’ন্ত নতুন রোগী ভর্তি হন।

পূর্ববর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৩ জন। তার মধ্যে রাজধানীতে ২৬ জন ও ঢাকার বাইরে ১৭ জন।

সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪২ জন। এর মধ্যে ঢাকায় ২১৫ ও ঢাকার বাইরে ১২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৬৪টি মৃ’ত্যুর তথ্য প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে আইইডিসিআর ২০৪টি মৃ’ত্যু পর্যালোচনা করে এ পর্যন্ত ১২৯টি মৃ’ত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।

‘মশার ঔ’ষধের দাম বেশি, বাসাবাড়িতে এসব ছিটানো কেউ পছন্দ করে না’

ডেঙ্গু প্র’তিরোধে এডিশ মশা দূর করার জন্য ব্যাপকভাবে ও’ষুধ ছিটানোর সামর্থ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নেই বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, নগরীতে ব্যাপকভাবে মশার ও’ষুধ ছিটানোর সামর্থ্য চসিকের নেই। এটি খুব বেশি এক্সপেন্সিভ (ব্যয়বহুল)। এছাড়া বাসাবাড়িতে ও’ষুধে ছিটানো কেউ পছন্দও করে না।

গত মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে ‘চসিকের উন্নয়ন কর্মকাণ্ড’ নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে মেয়রের নিজের বাড়িতেই এডিশ মশা দূর করার জন্য ও’ষুধ ছিটাতে দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমার বাড়িতে এডিস মশার ও’ষুধ ছিটাতে দেয়া হয়নি। কারণ বাড়িতে আমার চাচাতো ভাইয়ের নবজাতক সন্তান ছিল। এর মাধ্যমে সে ক্ষ’তিগ্রস্ত হবে বলে মনে করা হয়েছিল।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!