আন্তর্জাতিক ডেস্ক:
পেড্রো কারবালহো একজন ব্রিটিশ নাগরিক। ব্রিটেনের বিখ্যাত গায়ক ইউসুফ ইসলামের মিডিয়া বিষয়ক উপদেষ্টা তিনি। সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন। বিশ্ব বিখ্যাত গায়ক ইউসুফ ইসলাম নিজেও ১৯৭৭ সালে ইসলাম গ্রহণ করেছিলেন।
সম্প্রতি লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তুরস্কের অর্থায়নে একটি নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়। পেড্রো কারবালহো বৃহস্পতিবার এ মসজিদের ইমাম আলি তুউসের কাছে কলেমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের আগে পেড্রো কারবালহো জানান, ইসলাম গ্রহণ আমার জীবনে একটি নতুন যাত্রা। আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য বড় অনু-গ্রহ।
কলেমা পড়ার আগে পেড্রো কারবালহো আরও জানান, ইসলাম সম্পর্কে তিনি অনেক গবেষণা করেছেন। ইসলাম গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে এমন কোনো প্রতিব’ন্ধকতা তার সামনে নেই। মুসলিমদের সঙ্গে চলাফেরা ও তাদের জীবনাচরণে আকৃষ্ট হয়েই ইসলাম গ্রহণ করেছেন পেড্রো কারবালহো।
মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন জুয়েল দাস
২৪ বছরের যুবক জুয়েল দাস। সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আমির হামজা।
ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের চর কলাতলি গ্রামের পরিমল দাস ও প্রভাতি দাসের ছেলে জুয়েল দাস।
স্থানীয় মেহেদি হাসান নাহিদ জানান, জুয়েল দাস একটি মাছের আড়তে কাজ করতেন। অনেক দিন ধরেই তিনি ইসলাম গ্রহণে আগ্রহ প্রকাশ করে আসছিলেন। ইসলাম গ্রহণের বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের কাছেও বলে আসছিলেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে গত রোববার রামনেওয়াজ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিন রাতে স্বেচ্ছায় মুফতি আমির হামজার হাতে হাত রেখে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেন।
এ বিষয়ে মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর গণমাধ্যমকে বলেন, জুয়েল দাস মাহফিলে এসে ইসলাম গ্রহণ করেছেন। মনপুরার মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে। সবাইকে বলা হয়েছে তাকে সহযোগিতা করতে।