শ্বাসরু’দ্ধকর ফাইনালে শেষ বলে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

0

স্পোর্টস ডেস্ক:

প্রতি-পক্ষ তুলনামূলক অনেক দুর্বল। সেই দলের কাছেও প্রায় হেরে বসেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য শ’ঙ্কা দূর করে প্রত্যাশিত জয় পেয়েছে মেয়েরা। তুমুল উত্তে’জনাপূর্ণ ম্যাচে শেষ বলের ফয়সালায় জিতে সোনার পদক পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

এসএ গেমসের মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। পোখারায় রোববার ফাইনালে বাংলাদেশ জিতেছে ২ রানে।

সোনার ল’ড়াইয়ে ব্যাটারদের খারাপ পারফর্ম্যান্সে বাংলাদেশ ২০ ওভারে করতে পেরেছিল কেবল ৯১ রান। লঙ্কানরা আটকে যায় ৮৯ রানে।

শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৭ রান। দেশসেরা পেসার জাহানারা আলমের করা ওভার থেকে এসেছে কেবল ৪টি সিঙ্গেল। শেষ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩ রান। জাহানারা দেননি কোনো রান।

বাংলাদেশের জাতীয় দল খেললেও শ্রীলঙ্কার এটি অনূর্ধ্ব-২৩ দল। আনকোরা দলটিতে অধিনায়ক হার্শিথা মাদাভিই কেবল খানিকটা পরিচিত নাম। সেই দলের বি’পক্ষেও ধুঁ’কতে হলো বাংলাদেশকে। তবু শেষ পর্যন্ত মিলেছে সোনার স্বস্তি।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটায় ছিল না খুব একটা অ’স্বস্তি। ওপেনার আয়েশা রহমান যদিও ফিরেছিলেন ২ রানে। তবে আরেক ওপেনার মুর্শিদা খাতুন ও ৩-এ নামা সানজিদা ইসলাম দলকে রেখেছিলেন পথে। ৬ ওভারে রান ছিল ৩৬।

এরপরই এক ওভারের ঝড়ে এলোমেলো ইনিংস। উমেশা থিমাশিনির এক ওভারেই বিদায় নেন ৪ ব্যাটার। ১ উইকেটে ৩৬ থেকে দলের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৬।

অধিনায়ক সালমা খাতুনও পারেননি দলের ত্রা’তা হতে। ৭ম উইকেটে নিগার সুলতানা ও ফাহিমা খাতুন কিছুটা উদ্ধার করেন দলকে।

১৫ রান করে বিদায় নেন ফাহিমা। নিগার সুলতানার ৩৮ বলে অপরাজিত ২৯ রানে দল শেষ পর্যন্ত করতে পারে ৯১।

ছোট পুঁজি নিয়ে বাংলাদেশের বোলারদের শুরুটা ছিল দারুণ। জাহানারা, সালমারা শুরু থেকেই চেপে ধরেন লঙ্কানদের। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের রান ছিল ৩ উইকেটে ১৫।

সেই ধা’ক্কা সামলে লঙ্কানদের এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক মাদাভি। ৩৩ বলে ৩২ রান করা ব্যাটারকে থামান জাহানারা।

তার পরও হাল ছাড়েনি শ্রীলঙ্কা। লিহিনি আপসারা, নিলাকশানা সান্দামানি চালিয়ে যান ল’ড়াই। শেষ ২ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ১১ রান। ১৯তম ওভারে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার একটি রানও দেননি, উইকেট নেন ১টি। কিন্তু বাই থেকে তবু ৪ রান পেয়ে যায় শ্রীলঙ্কা।

শেষ ওভারে দারুণ বোলিংয়ে পার্থক্য গড়ে দিলেন জাহানারা। রান আউট হলেন মূল বাধা হয়ে থাকা লিহিনি। সোনার হাসিতে মাঠ ছাড়ল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৮ (মুর্শিদা ১৪, আয়েশা ২, সানজিদা ১৫, নিগার ২৯*, ফারজানা ০, রিতু ০, সালমা ৩, ফাহিমা ১৫, জাহানারা ২, নাহিদা ০*, সান্দিপানি ৩-০-১৮-১, থারিকা ২-০-২০-১, কাভিশা ৪-১-২০-১, উমেশা ৪-২-৮-৪, মালশা ৪-০-৬-১, শাচিনি ৩-০-১৬-০)।

শ্রীলঙ্কা: ২০ ওভারে ৮৯/৯ (উমেশা ৭, জানাদি ১, হার্শিথা ৩২, সান্দিপানি ০, কাভিশা ৪, লিহিনি ২৫, সান্দামানি ১০, জিমানজালি ১, শাচিনি ১*, মালশা ১; জাহানারা ৪-০-১৭-১, সালমা ৪-০-১২-১, নাহিদা ৪-১-৯-২, খাদিজা ৪-০-২১-১, ফাহিমা ৪-০-২৫-০)।

ফল: বাংলাদেশ ২ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নাহিদা আক্তার

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!