ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মিয়ানমারের সামরিক জা’ন্তাদের নিপী’ড়নের শি’কার হয়ে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিয়ে সেখান থেকে পালিয়ে বাংলাদেশি জনগোষ্ঠীর সাথে মিশে যাওয়ার চেষ্টাকারী ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল- সৈয়দ আলম (৩০), মো. ইউনুছ (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), ছেনরা খাতুন (২২), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩), জান্নাত (৫) ও আজিজুর রহমান (১)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী এ তথ্য নিশ্চিত করে জানান, এক রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজারের কুতুপালং রেহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আসা ৯ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু মঙ্গলবার রাতে অ’বৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সীমান্ত এলাকায় গিয়ে সুবিধা করতে না পেরে তারা ফের আখাউড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল।
তিনি আরও জানান, তখন স্টেশন এলাকায় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসা’বাদ করে নিশ্চিত হয় সবাই রোহিঙ্গা। এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তাদেরকে আবারও রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
সাঁতরে নাফ নদী পেরিয়ে এসেও রেহাই পেল না রোহিঙ্গা যুবক
সাঁতরে নাফ নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে আসা হাফেজ আহমদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে ৪৪ হাজার পিস ইয়া’বাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সীমান্ত পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক হাফেজ আহমদ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের (নং-২৭) সি-ব্লকের মৃ’ত আলী হোসেনের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের সীমানার জাদিমুড়া পয়েন্টের দিকে এক ব্যক্তিকে আসতে দেখে দমদমিয়া বিওপির বিজিবির একটি টহল দল জঙ্গলের ভেতরে কৌশলে অবস্থান নেয়। এক পর্যায়ে ওই ব্যক্তি জাদিমুড়া সীমান্তে পৌঁছে একটি বস্তা নিয়ে দৌড়ে কেওড়া বনের অভ্যন্তরে ঢোকে। সঙ্গে সঙ্গে বিজিবি জওয়ানরা বস্তাসহ তাকে আটক করতে সক্ষম হয়। ওই বস্তায় ৪৪ হাজার পিস ইয়া’বা পাওয়া গেছে।
তিনি আরও জানান, তার বিরু’দ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
190