স্তন-গোপ’নাঙ্গ পরীক্ষণের নামে ৬ নারীকে ধ-র্ষণ ভারতীয় চিকিৎসকের

0

আন্তর্জাতিক ডেস্ক:

ক্যান্সারের ভ’য় দেখিয়ে ৬ নারীর স্তন ও গোপ’নাঙ্গ পরীক্ষার নামে ধ-র্ষণের দায়ে লন্ডনের একটি আদালতে অপরাধী সা’ব্যস্ত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক। এ ঘটনায় লন্ডনের ভারতীয় অধ্যুষিত এলাকায় চলছে ব্যাপক সমালোচনা।

বুধবার ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে, অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত ও ব্রিটিশ চিকিৎসকের নাম মনীশ শাহ।

লন্ডনের ওল্ড বেইলি কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের নথিতে বলা হয়, চিকিৎসক মনীশ শাহ তার চেম্বারে আসার পর রোগীদের প্রথমে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির গল্প শোনাতেন। বলতেন, কীভাবে স্তন রিপ্লেসমেন্ট করে ক্যান্সারের বি’পদ কাটিয়ে ফের সুন্দরী হয়ে উঠতে পেরেছেন হলিউড অভিনেত্রী।

পরে জানতে চাইতেন, ক্যান্সারের বি’পদ দূর করতে তারাও স্তন পরীক্ষা করাতে চান কি না। রোগীরা রাজি হলে স্তন ও গোপ’নাঙ্গ পরীক্ষার নামে শ্লী’ল-তাহানি ও ধ-র্ষণ করতেন তিনি।

৬ জন নারী এই অভিযোগ এনে লন্ডনের ওল্ড বেইলি কোর্টে মামলা দায়ের করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশি তদন্ত শুরু হওয়ার পর ২০১৩ সাল থেকে চেম্বারে বসে তার রোগী দেখা বন্ধ করে দেয়া হয়।

মামলার শুনানি শেষ হয়েছে। আদালত আগামী ৭ ফেব্রুয়ারি মনীশের শা’স্তি ঘোষণা করবেন। প্রসিকিউটর কেট বেক্স আদালতে বলেছেন, চিকিৎসক মনীশা এভাবে ক্যান্সারের ভ’য় দেখিয়ে নারী রোগীদের স্তন ও গোপ’নাঙ্গ পরীক্ষা করতেন। পরীক্ষার প্রয়োজন না হলেও তিনি তা করতে বাধ্য করতেন।

আইনজীবী বেক্স আদালতে জানিয়েছেন, ২০০৯ সালের মে থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত পূর্ব লন্ডনের মওনে মেডিক্যাল সেন্টারে নিজের চেম্বারে এভাবে ৬ জন নারীর শ্লী’ল-তাহানি ও তাদের ধ-র্ষণ করেন ৫০ বছর বয়সী চিকিৎসক মনীশ শাহ। ধ-র্ষণের শি-কারদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে।

শুধু এই ৬টি অভিযোগই নয়, মনীশের বিরু’দ্ধে চিকিৎসার নামে একইভাবে শ্লী’ল-তাহানি ও ধ-র্ষণের আরও ১৭টি অভিযোগ রয়েছে লন্ডনের বিভিন্ন আদালতে।

শেয়ার করুন !
  • 163
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!