টাকার জন্য বন্ধুদের দিয়ে নিজ স্ত্রী-সন্তানকে বছরের পর বছর ধ-র্ষণ: বিবিসি প্রতিবেদন

0

সময় এখন ডেস্ক:

দক্ষিণ ভারতের একটি এলাকায় স্ত্রী ও শিশু সন্তানকে দিয়ে প’তিতা ব্যবসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটি পিতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরু’দ্ধে ধ-র্ষণ, শিশুকে যৌ’ন উদ্দেশ্যে ব্যবহার এবং যৌ’ন হাম’লার অভিযোগ আনা হয়েছে। তাদের সবার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

নারীদের সহায়তা করা একটি সংস্থার কাউন্সিলরদের ১২ বছর বয়সের এই মেয়েটি জানিয়েছে, ২ বছর ধরে প্রতি সপ্তাহান্তে ধ-র্ষণ করা হয়েছে তাকে। এই ধ-র্ষকদের অনেকেই তার বাবার পরিচিত। অপরিচিতও কেউ কেউ।

ঘটনা শুরু হয়েছিল তার বাবা বাসায় বন্ধুদের মদ খেতে ডাকার মাধ্যমে, বলছে মেয়েটি। মাতাল সেই মানুষগুলো তার বাবা-মায়ের সামনেই তাকে নিয়ে মজা করতো এবং স্পর্শ করতো। অনেক সময় কোন কোন পুরুষ তাদের এক কামরার বাসায় মায়ের সঙ্গে ঢুকে যেন হারিয়ে যেতো। একদিন মেয়েটি মনে করে বলছে, তার পিতা তাকে সেই কামরায় একজন পুরুষের সঙ্গে জোর করে ঢুকিয়ে দেয় এবং এরপর বাইরে থেকে দরজা আটকে দেয়।

পুরুষটি তাকে ধ-র্ষণ করে। অচিরেই তার শৈশব একটা দুঃস্বপ্নে পরিণত হয়। তার বাবা নানা পুরুষকে ফোন করতো, মেয়ের সঙ্গে থাকার জন্য তাদের সময়ের বুকিং দিতো এবং সেসব পুরুষের কাছ থেকে অর্থ নিতো। কাউন্সিলররা মনে করছেন, এরপর থেকে মেয়েটিকে অন্তত ৩০ জন পুরুষ ধ-র্ষণ করেছে।

গত ২০ সেপ্টেম্বর একজন শিক্ষকের কাছ থেকে তথ্য পেয়ে শিশু কল্যাণ কর্মকর্তারা মেয়েটিকে তার বিদ্যালয় থেকে উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে। শিশু কল্যাণ কর্মকর্তারা জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষায় সে ধ-র্ষণের শি’কার হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশ মেয়েটির পিতার পরিচিত আরও ৫ জন ব্যক্তিকে খুঁজছে, যাদের বিরু’দ্ধে মেয়েটিকে ধ-র্ষণ এবং যৌ’ন নিপী’ড়নের অভিযোগ রয়েছে। পরিবারটির পরিচিত ২৫ জন ব্যক্তির একটি নাম ও ছবি দিয়ে একটি তালিকা তৈরি করে মেয়েটিকে দেখাচ্ছেন তদন্তকারীরা।

‘আমার কারো চেহারা মনে পড়ে না। সবার চেহারাই ঝাপসা,’ তদন্তকারীদের সে বলেছে।

দক্ষিণ ভারতের একটি বর্ধিষ্ণু শহরে বসবাস করতো পরিবারটি। এই শহরটি, উঁচু পাহাড়, পরিষ্কার ঘরবাড়ি আর স্বচ্ছ নদীর জন্য পরিচিত।

সেপ্টেম্বরের একদিন, মেয়েটি যে এলাকায় থাকতো তার কাছাকাছি কয়েকজন শিক্ষকের কাছ থেকে কিছু তথ্য পায় স্কুল কর্তৃপক্ষ।

‘পরিবারটির মধ্যে কিছু যেন ঝামেলা আছে এবং তার বাড়িতে কিছু একটা চলছে। মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করা উচিত,’ তারা বললো।

এরপর স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নারীদের একটি সহায়তা গ্রুপ থেকে একজন কাউন্সিলরকে ডেকে পাঠালেন। পরদিন সকালে এলেন ওই কাউন্সিলর। শিক্ষকদের কক্ষে মুখোমুখি বসলেন তারা। ওপর তলায় বসে ছিলেন শিশুটির মা, তিনি তখনও জানেন না কী ঘটতে চলেছে।

তিনি জানেন, এটি ছিল স্রেফ একটি রুটিন অভিভাবক-শিক্ষক বৈঠক। কাউন্সিলর মেয়েটিকে বললেন, ‘তোমার পরিবার আর জীবন সম্পর্কে আমাকে সব খুলে বলো।’

তারা ৪ ঘণ্টা ধরে কথা বললেন। মেয়েটি বললো যে, বাড়িতে তার কঠিন সময় যাচ্ছে, কারণ তার পিতার কোন চাকরি নেই। বাড়ি ভাড়া না দিতে পারার কারণে যে কোনো সময় তাদের বের করে দেয়া হতে পারে, জানিয়ে সে কাঁদতে শুরু করলো।

এরপরে সে নিরব হয়ে গেল। কাউন্সিলর তাকে তার স্কুলের জেন্ডার ক্লাসের কথা বোঝালেন এবং বললেন যে কীভাবে অহরহ শিশুদের নিপী’ড়নের ঘটনা ঘটছে। কথার মাঝেই মেয়েটি বলে উঠলো, ‘আমার বাড়িতেও এ রকম কিছু ঘটছে। আমার বাবা আমার মাকে নিপী’ড়ন করছে।’

কাউন্সিলর জানতে চাইলেন, সে আরও বিস্তারিত বলতে পারে কিনা। মেয়েটি বললো, সে একবার একজন ব্যক্তির দ্বারা হাম’লার শি’কার হয়েছে, যে আসলে তার মায়ের জন্য এসেছিল। তার মা ওই ব্যক্তিকে সাবধান করে দেন।

কিন্তু এরপর সে যখন স্কুলে থাকে, তখন অনেক ব্যক্তি তাকে তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। আরো বেশি বেশি পুরুষ আসতে শুরু করে তাদের বাড়িতে। রাতে মদ খাওয়ার পর তারা তাকেও যৌ’ন নিপী’ড়ন করতে শুরু করে।

কাউন্সিলর জানতে চান, জন্মনিরো’ধ সম্পর্কে সে কিছু জানে কিনা, যাতে গর্ভধারণ বা রোগব্যাধি থেকে সে নিরাপদ থাকতে পারে। ‘না, না, আমরা কনডম ব্যবহার করি,’ মেয়েটি জানায়।

এই প্রথমবারর মতো সে স্বীকার করে, পুরো আলাপ আলোচনার প্রায় অর্ধেক সময়ে এসে, সে জানায় যে, তার সঙ্গে যৌ’নমিলন করা হচ্ছে। এরপরে শৈশব হারিয়ে যাওয়ার ভয়াবহ এক কাহিনী বর্ণনা করতে শুরু করে মেয়েটি।

‘পুরুষরা এসে আমার মাকে বেডরুমে নিয়ে যেতো। আমি মনে করতাম এটাই স্বাভাবিক। এরপরে আমার বাবা আমাকেও একজন অচেনা ব্যক্তির সঙ্গে একটি কক্ষে ঠেলে দেয়,’ সে বলে।

অনেক সময় তার পিতা তাকে ন’গ্ন ছবি তুলতে বাধ্য করতো এবং সেগুলো নানা ব্যক্তির কাছে পাঠানো হতো, যারা তার কাছে আসতো।

এ বছরের শুরুর দিকে তার বাবা-মা আত’ঙ্কিত হয়ে পড়ে কারণ প্রায় ৩ মাস ধরে তার মাসিক হচ্ছিল না। তারা তাকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যায়, যিনি একটি আলট্রাসাউন্ড পরীক্ষা করাতে বলেন এবং কিছু ওষুধপত্র দেন।

এই সময়ে এসে কাউন্সিলর নিশ্চিত হন যে, মেয়েটি ধারাবাহিক ধ-র্ষণের শি’কার হয়েছে। তিনি শিশু কল্যাণ কর্মকর্তাদের ডেকে পাঠান এবং মেয়েটিকে জানান যে, তাকে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে সে সময় শান্ত দেখাচ্ছিল।

শিক্ষকদের সঙ্গে মিটিং শেষ করে বেরিয়ে এসে তার মা দেখতে পান, তার মেয়েকে একটি গাড়িতে তোলা হচ্ছে এবং তিনি চিৎকার শুরু করেন।

‘কীভাবে তোমরা আমার মেয়েকে অন্যত্র নিয়ে যাচ্ছ?’ কাউন্সিলর তাকে জানান যে, তারা মেয়েটিকে নিয়ে যাচ্ছেন কারণ তার কিছু ‘আবেগজনিত সমস্যা রয়েছে’ এবং এজন্য তাকে কাউন্সেলিং করতে হবে।

‘আমার অনুমতি ছাড়া আমার মেয়েকে কাউন্সেলিং করার আপনি কে?’ এর মধ্যেই মেয়েটিকে নিয়ে গাড়িটি আশ্রয়কেন্দ্রের দিকে রওনা দিয়ে দিয়েছে। পরবর্তী ২ মাস সে সেখানে অন্য মেয়েদের সঙ্গে একত্রে বসবাস করছে, যাদের সবাই যৌ’ন নিপী’ড়নের শি’কার।

শিশুদের যৌ’ন নিপী’ড়নের লজ্জাজনক রেকর্ড রয়েছে ভারতের। সরকারি তথ্য অনুযায়ী, বেশিরভাগ নিপী’ড়নের ঘটনাগুলো ঘটে ভিক্টিম মেয়েটির পরিচিত লোকজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী, চাকরিদাতাদের মাধ্যমে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ যে বছরের তথ্য পাওয়া যায়, সেই ২০১৭ সালে ভারতে ১০ হাজার ২শ ২১টি মেয়ে ধ-র্ষণের শি’কার হয়েছে বলে কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে। দেশটিতে শিশুদের ওপর অপরাধের ঘটনা সম্প্রতি বেশ ব্যাপক হারে বেড়েছে।

কাউন্সিলররা বলছেন, এই মেয়েটির মতো ভ’য়াবহ ঘটনা এবারই প্রথম নয়। যে আশ্রয়কেন্দ্রে মেয়েটি এখন রয়েছে, সেখানে এমন ৩টি মেয়ে রয়েছে, যারা তাদের পিতার কাছেই যৌ’ন নিপী’ড়নের শি’কার হয়েছে।

একজন কাউন্সিলর বলেছেন, তিনি গর্ভবতী ১৫ বছর বয়সী একটি মেয়েকে একবার সরিয়ে আনতে সহায়তা করেছিলেন-যাকে তার পরীক্ষার কক্ষেই তার পিতা ধ-র্ষণ করেছেন।

‘বাচ্চা জন্মের পর তাকে ত্যাগ করার জন্য যখন আমরা মেয়েটিকে বলি, সে বলেছে, কেন আমি শিশুটিকে ত্যাগ করবো? এটা আমার পিতার সন্তান। আমি তাকে বড় করে তুলবো,’ কাউন্সিলর জানান।

যে মেয়েটির কথা এই লেখায় বলা হচ্ছে, আশ্রয়কেন্দ্রে আসার পর সে প্রথম দুইদিন টানা ঘুমিয়ে কাটিয়েছে। এরপর সে হিজিবিজি লিখতে শুরু করে দেয়ালে। সে সেখানে লেখে যে, তার মাকে সে কতটা ভালোবাসে।

তার মা বলেছে, তার মেয়ে (যৌ’ন নির্যা’তনের) গল্প বানিয়েছে কারণ, ‘সে আমাদের সঙ্গে ঝগড়া করেছে এবং আমাদের একটা শিক্ষা দিতে চেয়েছে।’

তিনি বলেন, একটা সময়ে তাদের অবস্থা এতোটা খারাপ ছিল না। তার স্বামী কখনো কখনো প্রতিদিন তার কাজ থেকে ১ হাজার রূপিও উপার্জন করতেন।

এখন তিনি একটি খালি বাড়িতে একা বাস করছেন- তার স্বামী কারাগা’রে বিচার শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে, তার মেয়ে একটি আশ্রয়কেন্দ্রে।

মেয়েটির মা বিবিসিকে বলছেন, ‘আমি একজন যত্নশীল মা, আমাকে তার দরকার আছে।’

বাড়িটির দেয়ালে নানা ধরণের ছবি আঁকা রয়েছে। মেয়ের অনু’পস্থিতিতে এসব ছবিই যেন তার স্মৃতি ধরে রেখেছে। ‘সে দেয়ালে হিজিবিজি ছবি আঁকতে পছন্দ করতো। সে শুধু এটাই করতো।’ যোগ করেন তার মা।

‘বন্ধুরা, আমি যদি মন খুলে আমার অন্তরের অনুভূতি প্রকাশ করতে পারতাম, তাহলে সেটা নিজের জন্যই একটা অর্জন হতো,’ একটি কাগজে লিখে একটি দরজায় সেঁটে রেখেছে মেয়েটি।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকমাস আগে মা আর মেয়ের মধ্যে একটা ঝগড়া হয়। স্কুল থেকে ফেরার পথে মেয়েটি কিছু নীল রঙের পেন্সিল নিয়ে আসে, একটি পাম গাছ ও চিমনিসহ একটি বাড়ির ছবি আঁকে, যার সামনের দরজায় ধোঁয়া বের হচ্ছে।

এই বয়সী অনেক মেয়েই তাদের কল্পনা থেকে এ রকম ছবি আঁকতে পারে। এরপর সে তাড়াতাড়ি দরজার নিচে একটা কথা লিখে বেরিয়ে যায়। মেয়েটি লিখেছিল, ‘স্যরি মা।’

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!