খালেদার মুক্তির জন্য মক্কা বিএনপির তাবিজ, আদালত সম্মুখে লাগানোর নির্দেশ

0

বিশেষ প্রতিবেদন:

দুর্নীতির মামলায় কারাব’ন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের ভাবনার শেষ নেই। বিভিন্নভাবে তারা দলীয় প্রধানের মুক্তির তদ্বির করছেন। দলের শীর্ষ নেতৃবৃন্দ যেমন রাজপথে ঝ’টিকা মিছিল, কর্মীদের নিয়ে ভা’ঙচুর, প্র’তিবাদ, সমাবেশ সব কিছুই করছেন।

কিন্তু আদালত চলে তথ্য প্রমাণ ও সাক্ষী-সাবুদের ভিত্তিতে। প্রক্রিয়া মোতাবেক যে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, সেটা মির্জা ফখরুল, রিজভী, দুদু, মওদুদ, গয়েশ্বর চন্দ্রসহ সকল সিনিয়র নেতা প্রকাশ্যেই বলেন। তাই এবার বিএনপিকে হাঁটতে হচ্ছে ভিন্ন রাস্তায়- আ’ধ্যাত্মিক উপায় বেছে নিয়েছেন তারা।

এবার সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের তত্ত্বাবধানে হেরেম শরীফের একজন খাদেম দ্বারা লিখিত তাবিজ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। মক্কা বিএনপির আল খাঁনছা শাখার সিনিয়র নেতাদের বরাতে এ কথা জানা গেছে।

বিএনপি আল খাঁনছা শাখার কর্মী হান্নান বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের মা-কে আটকে রেখেছে। মিথ্যা মামলায় কারাব’ন্দি বেগম জিয়া আজ রোগে জ’র্জরিত। তার সুস্থতা এবং কা’রামুক্তির জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি। এখন আল্লাহর কালামে পাক থেকে দেয়া তাবিজ নিয়েছি।

বিএনপির এই নেতা বলেন, এই তাবিজ যদি হাইকোর্টের সামনে কোনো একটি গাছে মাটির পাত্রে মামলার শুনানির দিন ফজরের নামাজের পর লাগানোর ব্যবস্থা করা যায়, ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যেই দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন। কোনো জেল-জু’লুম, আর কাজ করবে না। সরকারের সব ষড়’যন্ত্র ন’স্যাৎ হয়ে যাবে।

বিএনপি নেতৃবৃন্দের বরাতে জানা যায়, এই তাবিজটি যথাযথ প্রক্রিয়ায় পবিত্রতার সাথে বাংলাদেশে পাঠানোর হয়েছে। আজ সন্ধ্যায় পার্সেলটি রিসিভ করেছেন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তাবিজটি প্রক্রিয়া মোতাবেক সংরক্ষণ করা হয়েছে মর্মে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার জামিন মেলেনি আপিল বিভাগেও

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দ’ণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে পর্যবেক্ষণসহ এই আদেশ দেন।

শেয়ার করুন !
  • 6K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!