‘পেঁয়াজের কেজি ৫০ টাকা- যা লাগে নিয়া যান’

0

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শহরের রাজ্জাক পার্কে সকাল ৯টা থেকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতি কেজি। রোববার বেলা ১১টার দিকে রাজ্জাক পার্কে ক্রেতাদের তেমন কোনো ভিড় চোখে পড়েনি। হাতেগোনা কয়েকজন পেঁয়াজসহ অন্যান্য পণ্য কিনছেন। এ সময় টিসিবির পণ্য বিক্রেতারা ক্রেতাদের উদ্দেশে বলতে থাকেন, পেঁয়াজ যার যা লাগে নিয়ে যান।

রাজ্জাক পার্কে টিসিবির পণ্য বিক্রেতা শেখ সিরাজুল ইসলাম (সাতক্ষীরার টিসিবির ডিলার) জানান, গতকাল (শনিবার) বিক্রি করেছি ৩ হাজার কেজি পেঁয়াজ, দেড় হাজার লিটার সয়াবিন তেল। আজ ক্রেতা সং’কট। তাই কোনো ক্রেতা বেশি পরিমাণ পেঁয়াজ নিতে চাইলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যা লাগে ক্রেতারা নিয়ে যেতে পারে। কয়েকদিন আগে জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করলেও এখন বেশি নিতেও কারো বাধা নেই, সরবরাহ যথেষ্ট রয়েছে।

তিনি জানান, আমরা ২ কেজি পেঁয়াজ বিক্রি করছি ১০০ টাকায়। রয়েছে ২ কেজি ২শ গ্রাম। প্যাকেটে ২শ গ্রাম বেশি রয়েছে। তেল ৫ লিটারের বোতল বিক্রি করছি ৪০০ টাকায় আর ২ লিটার ১৬০ টাকায়।

এদিকে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারেও পেঁয়াজের দাম কম। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি। আর চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।

সাতক্ষীরা জেলা মার্কেটিং অফিসার এস এম আব্দুল্লাহ বলেন, এখন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রয়েছে। টিসিবির পক্ষ থেকে পেঁয়াজ ও তেল বিক্রি হচ্ছে। বাজারে এখন পেঁয়াজের কোনো ঘটতি নেই, মূল্যও কম। বর্তমানে খুচরা বাজারে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১৩০ টাকা, বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-১২০ টাকায়।

টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের সেই লম্বা সারি নেই

কয়েক দিন আগেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে ছিল ক্রেতাদের লম্বা সারি। তবে সেই চিত্রের পরিবর্তন ঘটতে শুরু করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে এই চিত্র দেখা যায়। টিসিবির এই বিক্রয় কেন্দ্র শুধু বেশি বড় পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল।

এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে দেখা যায়, অনেকেই পেঁয়াজ কিনছেন, কিন্তু আগের মতো আর সেই লম্বা সারি নেই। টিসিবির পিকআপ ভ্যানের পাশ ঘিরে অনেকটা জটলা পাকিয়ে যার যার মতো ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। যানজটে আটকে থাকা বাস থেকেও যাত্রীরা পেঁয়াজ কিনছিলেন তখন।

তবে পেঁয়াজের মান নিয়ে প্রশ্ন তুলছিলেন ক্রেতাদের কেউ কেউ। ক্রেতাদের একজন অভিযোগ করে বলেন, পেঁয়াজের মান ভালো না। তাই একবার কিনতে এসে ঘুরে গেছি। আবার আসলাম, ভাবছি কিনব কি-না।

সম্প্রতি সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!