সময় এখন ডেস্ক:
আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ মেনে দলকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয়েছে অধিবেশন পর্ব। এই পর্বে নতুন নেতা নির্বাচন করবে দলটি। শুরুতেই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রমাণ করেছে মানুষের সেবা করতে পারে। আদর্শ মেনে দলকে শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে।
মৎস্যজীবী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভূক্ত
আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ।
আজ শনিবার ২১তম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্রে এ–সংক্রান্ত ২৫ নম্বর ধারায় পরিবর্তনের সংশোধনী প্রস্তাব পাস হয়েছে।
সম্মেলন অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়। সেখানে মৎস্যজীবী লীগ সহযোগী সংগঠনের মর্যাদা পেল। এত দিন আওয়ামী লীগের সঙ্গে মৎস্যজীবী লীগের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। তবে গত ২৯ নভেম্বর আওয়ামী লীগের অনুমোদনে প্রথমবারের মতো সম্মেলন করে সংগঠনটি কমিটি তৈরি করে।
আজকের অধিবেশনে আওয়ামী আইনজীবী পরিষদের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের পদ বিলুপ্ত করে কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছে। প্রত্যেক উপকমিটিতে ৫ জন করে সদস্য থাকবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে এবার ৩ নতুন সদস্য যুক্ত হয়েছেন। এরা হলেন- সাবেক মন্ত্রী শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
শাজাহান খান দেশের পরিবহন খাতের বড় নেতা। তিনি নৌপরিবহনমন্ত্রী ছিলেন। তবে চলতি বছর নতুন সরকার গঠনের সময় শাজাহান খান বাদ পড়েন। জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন গত কমিটিতে। আর আবদুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের এবারের সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে ৫১ করা হয়েছে। নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকলেন মাহবুবুল আলম হানিফ ও দীপু মনি।
372