স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটারদের রাজনীতিতে আসাটা প্রায় হরহামেশাই ঘটছে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তো সাংসদ হয়েও মাঠ কাঁপাচ্ছেন। শুধু মাশরাফি নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে এমন অসংখ্য উদাহরণ।
ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, শ্রীলঙ্কার রানাতুঙ্গা, সনাৎ জয়াসুরিয়া মতো তারকারা নিজেদের ক্রিকেট খেলুড়ে অধ্যায় শেষ করার পর এখন রাজনীতিতে থিতু হয়েছেন। তবে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হবার সবথেকে বড় উদাহরণ পাকিস্থানের ইমরান খান।
এবার তাদের পথেই পা বাড়াচ্ছেন এক সময়ের তারকা টাইগার ক্রিকেটার সৈয়দ রাসেল। দীর্ঘদিন মাশরাফির সাথে খেলা এই পেসার এবার মাশরাফিকেই অনুসরণ করছেন। ক্রিকেটকে বিদায় বলেছেন প্রায় ৪ বছর আগে। এবার রাজনীতির ময়দানে দা’পট দেখাতে চাচ্ছেন এই পেসার।
বর্তমানে সৈয়দ রাসেল দায়িত্ব পালন করছেন ঢাকা প্লাটুনের বোলিং কোচ হিসেবে। ৩৫ বছর বয়সী এই সাবেক টাইগার পেসার রাজনীতির ময়দানে নামবেন পরের বছর। আগামী ডিসেম্বরে হতে যাওয়া পৌরসভা নির্বাচনে লড়বেন তিনি। যশোর জেলার ঝিকরগাছা থেকে মেয়র প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন রাসেল।
জাতীয় দলের দীর্ঘদিনের বন্ধু মাশরাফিকে অনুসরণ করে রাজনীতির মাঠে আসা বলে জানান সৈয়দ রাসেল। যদিও একসময় ছাত্র রাজনীতিতে সরাসরিভাবে জড়িত ছিলেন ৩৫ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। নিজ জেলা যশোরের ঝিকরগাছা কলেজ ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি।
এই দশকের সেরা একাদশে সাকিব
এই দশক শেষ হতে বাকী আছে মাত্র কয়েকটা দিন। এরপর নতুন বছরের আগমন। গত ১০ বছরে ২২ গজে ভাঙা-গড়া হয়েছে অসংখ্য রেকর্ড। ব্যক্তিগত বা দলীয় দা’পট শেষে এই দশকের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেট বিষয়ক ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা উইজডেন। ক্রিকেটের বাইবেল খ্যাত এই পত্রিকায় প্রকাশিত একাদশে নাম আছে সাকিব আল হাসানের।
একাদশ- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও ডেল স্টেইন।
101