নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করছে ফেসবুক

0

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ডেস্ক:

ফেসবুক অগমেন্টেড রিয়েলিটি গ্লাস বা পোর্টালের মতো নানা হার্ডওয়্যার তৈরিতে মনোযোগ দিচ্ছে। নিজস্ব হার্ডওয়্যার পণ্যে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে ফেসবুক। নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির পথে হাঁটছে তারা। গত বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ফেসবুক।

বার্তা সংস্থা এএফপিকে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ফেসবুক এমন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে, যাতে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের তৈরি প্ল্যাটফর্মে যুক্ত করা যায়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন প্রথম এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ফেসবুক এমন একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে, যাতে তাদের হার্ডওয়্যার ও অন্যান্য সেবা একত্রে দিতে সুবিধা হয়। এতে সামাজিক যোগাযোগের ব্যবহার ও প্রাইভেসির বিষয়টি নিশ্চিত করতে পারবে তারা।

ফেসবুকের হার্ডওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বসওর্থ বলেন, পরবর্তী প্রজন্মের কাজের কথা ভেবে নতুন কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গুগলের অ্যান্ড্রয়েডের ওপর ফেসবুকের নির্ভরশীলতা কমবে। তবে ফেসবুক অ্যাপ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থাকবে।

ফেসবুকের পাশাপাশি নানা ধরনের প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে ফেসবুক। এর আগে ২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। ২০১৪ সালে ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডগিয়ার নির্মাতা অকুলাস কিনে নেয় প্রতিষ্ঠানটি।

ফেসবুকের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘ফেসবুক ওএস’। প্রাথমিকভাবে ফেসবুক তাদের স্মার্ট স্পিকার ও অকুলাস ভিআরে ব্যবহার করবে অপারেটিং সিস্টেমটি।

এবার ফেসবুকে ৬৮ লাখ লোকের ছবি বে’হাত!

যেসব ছবি ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট করেননি, কিন্তু আপলোড করেছেন; সফটওয়্যার ত্রু’টির কারণে সেগুলোও চলে গেছে ৩য় পক্ষের কাছে। ফেসবুক নিজেদের এই সমস্যার কথা স্বীকার করেছে।

বিবিসি জানিয়েছে, গত সেপ্টেম্বরে অন্তত ৬৮ লাখ লোকের ছবি এভাবে বে’হাত হয়েছে।

ফেসবুক বলছে, সেপ্টেম্বরে টানা ১২দিন ব্যবহারকারীদের সব ছবিতে প্রবেশের সুযোগ পায় কয়েকটি অ্যাপ। ওই ব্যবহারকারীদের বিষয়টি জানানো হবে।

“যখন কেউ কোনো অ্যাপকে তার ছবিতে প্রবেশের অনুমতি দেন, তখন আমরা শুধু টাইমলাইনে প্রকাশিত ছবিগুলো দেখতে দেই,”- উল্লেখ করে এক ব্লগপোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, “এই ক্ষেত্রে আমাদের ত্রু’টি এসব অ্যাপকে সব ছবিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে।”

শুধু ছবি নয়, ফেসবুকের আরো কয়েকটি ফিচারের তথ্য একই ত্রু’টির কারণে পেয়ে গেছে অ্যাপগুলো।

অনেক সময় দেখা যায়, কোনো পোস্ট লেখা শুরু করে ব্যবহারকারী সেটি শেষ করেন না। এমন সব পোস্টও সেপ্টেম্বরের ওই সময়ে ৩য় পক্ষের কাছে চলে গেছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!