নুরুর ওপর হাম’লা প্রসঙ্গে যা বললেন এজিএস সাদ্দাম

0

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) কক্ষে ভিপি নুরুল হক নুরু ও তার সহযোগীদের ওপর হাম’লার ঘটনায় ছাত্রলীগের বিরু’দ্ধে সমালোচনার ঝড় বইছে।

এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ছাত্রলীগ নেতা এবং ডাকসু এজিএস সাদ্দাম হোসেন। আজ সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, হাম’লার ঘটনায় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস কিংবা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেউ জড়িত নয়। এটা ছিল নুরু ও মুক্তিযু’দ্ধ মঞ্চের মধ্যকার সং’ঘর্ষ। এতে ছাত্রলীগের কেউই জড়িত নয়। মিডিয়ায় বিষয়টি অতি-রঞ্জিত করা হচ্ছে।

গতকাল রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরু ও তার সহযোগীদের ওপর লাঠি, বাঁশ ও রড নিয়ে হাম’লা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেলও ছোঁড়া হয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। হামলার জন্য ছাত্রলীগ ও মুক্তিযু’দ্ধ মঞ্চকে দায়ী করেছেন ভিপি নুর। সাদ্দাম হোসেনসহ কয়েকজন ছাত্রলীগ নেতা সরাসরি এ হাম’লায় জড়িত বলেও অভিযোগ উঠছে।

এছাড়া মুক্তিযু’দ্ধ মঞ্চের নেতার্মীরা জানিয়েছেন, নুরু এবং তার অনুসারীরা ৬ রাউন্ড গুলি ছুঁড়েছে ওপর থেকে। এ কারণে তারাও নুরুদেরকে মা’রধর করেছেন।

নুরুর ওপর হাম’লাকারীদের বিরু’দ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরুর ওপর হাম’লাকারীদের বিরু’দ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, অপরাধী তো অপরাধীই, দু’র্বৃত্ত তো দু’র্বৃত্তই। সে যে দলের হোক না কেন ছাড় পাবে না। হাম’লাকারীদের বিরু’দ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

হাম’লার সঙ্গে মুক্তিযু’দ্ধ মঞ্চের নেতা-কর্মীরা জড়িত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযু’দ্ধ মঞ্চের সাথে কারা যুক্ত তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!