ভারতে ৫ মাসে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ

0

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে করোনায় গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন বুধবার। এদিন ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৩৬৪ জনের শরীরে পজেটিভ এসেছে।

এর আগে গত ২৩ অক্টোবর ৫৪ হাজার ৩৫০ জন আক্রান্ত হয়েছিলেন। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য মিলেছে।

তবে এবারের করোনা অক্টোবরের দ্বিতীয় অর্ধেকের মতো না, তখন ১৭ নভেম্বর করোনা সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর আস্তে আস্তে কমতে শুরু করেছিল।

এবার করোনা বাড়ছে ব্যাপকহারে। দ্বিতীয় দিনের মতো বুধবার করোনায় প্রাণ হারিয়েছে ২৪৮ জন। এর আগের দিন সংখ্যাটি ছিল ২৭৬ জন।

মহারাষ্ট্র ও গুজরাটেও সর্বোচ্চসংখ্যক করোনার সংক্রমণ দেখা গেছে।

মোদির উপহারের ১২ লাখ টিকা ঢাকা আসছে কাল

ভারতের প্রধানমন্ত্রীর থেকে উপহার হিসেবে আরও ১২ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা আসছে বলে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান সচিব।

তিনি বলেন, কাল (শুক্রবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন, একই সঙ্গে ভারত থেকে উপহার হিসেবে আসবে ১২ লাখ ডোজ টিকা। আশা করছি চুক্তি অনুযায়ী বাকি টিকাও নির্ধারিত সময়ে পাব।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকা রপ্তানি ‌‘সাময়িক’ বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সেবা সচিব বলেন, ‘ভারত অ্যাস্ট্রোজেনেকার টিকা রপ্তানি বন্ধের কোনো খবর সরকারের হাতে নেই।’

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসে ৩ কোটি ডোজ টিকা দেয়ার কথা।

গত ২১ জানুয়ারি ভারত সরকারের উপহার দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা আসে বাংলাদেশে।

সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা ৩ কোটি ডোজ টিকার মধ্যে প্রথম চালানে ৫০ লাখ ডোজ এসেছিল গত ২৫ জানুয়ারি। ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে আসে ২০ লাখ ডোজ করোনার টিকা।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!