প্রকাশিত ফোনালাপগুলো সত্য, স্বীকার করলেন মামুনুল হক (ভিডিও)

0

অনলাইন ডেস্ক:

প্রশ্ন উঠেছে, সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি?

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে গত শনিবার এক বেগানা নারীসহ স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে ফেসবুক লাইভে এসেছেন খেলাফতে ইসলামের মহাসচিব এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি।

ফেসবুক লাইভে দেয়া বক্তব্যে মামুনুল হক স্বীকার করলেন, প্রকাশিত ফোনালাপগুলো এবং ঘটনার সবই সত্য। হেফাজতে ইসলঅমের নেতাকর্মীরা গত ৩ এপ্রিল থেকে হেফাজত এবং মামুনুল হকের খোয়ানো সম্মান রক্ষার্থে নানান গালগল্প তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব করছিলেন। কিন্তু সেই প্রচেষ্টার ওপর পানি ঢেলে দিয়ে আজ মামুনুল হক লাইভে এসে ফোনালাপগুলো সত্য বলে স্বীকার করলেন।

লাইভে এসে মামুনুল হক বললেন-

প্রিয় দেশবাসী, আমার স্ত্রীর সাথে আমার ফোনালাপ, আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে, আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে ক্ষু’ন্ন করা হয়েছে।

এবং সেগুলোকে সেই ধরণের ব্যক্তিগত কথোপকথন এবং আলাপচারিতাকে জনসম্মুখে প্রকাশ করে আমার নাগরিক অধিকার, আমার ধর্মীয় অধিকার, আমার ব্যক্তি স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছেন, তারা প্রচলিত আইনে চরম অপরাধ করেছেন এবং তারা ইসলামি শরিয়তের আলোকেও অনেক বড় অন্যায় এবং অপরাধ তারা করেছেন।

ইসলামি শরিয়তের বিধান ল’ঙ্ঘন করার কারণে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব এবং প্রচলিত আইন ল’ঙ্ঘন করে আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অপরাধে যারা দু’ষ্ট, আমি তাদের বিরু’দ্ধেও অনতিবিলম্বে আইনি পদক্ষেপ অবলম্বন করব।

আমি আমার ব্যক্তিগত আইন পরামর্শদাতাদের সাথে ইতিমধ্যে পরামর্শ করা শুরু করেছি। এবং অচিরেই আমি তাদের বিরু’দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, সোনারগাঁওয়ে নকল স্ত্রীসহ আটক হওয়ার ঘটনার পর হেফাজত কর্মীরা ভাঙচুর ও পুলিশের ওপর হা’মলা করে দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। সেই ঘটনায় মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে।

দুটি মামলা পুলিশ বাদী হয়ে ও অপর মামলাটি আহত এক সাংবাদিক বাদী হয়ে করেছেন। এই তিন মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

মামুনুল হকের ভিডিও:

শেয়ার করুন !
  • 533
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!