সংসদে বসে এডাল্ট ভিডিও দেখায় ৪ সরকারি কর্মকর্তা সাসপেন্ড

0

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার সংসদ ভবনে বসে এডাল্ট ভিডিও দেখার ঘটনা সে দেশে শিরোনামে।

খোদ অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘটনার তীব্র নি’ন্দা করেছেন। সংসদ ভবনের চার সরকারি কর্মকর্তা এডাল্ট ভিডিও দেখছিলেন। ক্যামেরায় তাদের সেই কীর্তি ধরা পড়ে যায়।

দেশের সাংবাদমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে তীব্র অস্বস্তিতে পড়ে যায় অজি সরকার।

বিত’র্ক বাড়তেই ঘটনায় কড়া পদক্ষেপের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি সাফ জানিয়েছেন, সরকারি কর্মীদের এই আচরণ তিনি কখনই মানবেন না। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের সাসপেন্ডকরা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার রাতে নিউজ কর্প অস্ট্রেলিয়া এবং চ্যানেল টেন নিউজ তাদের প্রকাশিত খবরে জানিয়েছে, দেশের সংসদে ৪ জন সিনিয়র সরকারি অফিসার এই কর্ম করছিলেন। এই খবরের প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করে চ্যানেলগুলি।

সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। বেজায় অস্বস্তিতে পড়ে যায় স্কট মরিসনের সরকার।

বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে টিপ্পনি কাটতে শুরু করে। বিত’র্ক বাড়তেই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হবে।

ঘটনার নি’ন্দা করতে গিয়ে অজি প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই ধরনের ঘটনা সংসদে কাজ করা কর্মীদের ক্ষেত্রে চূড়ান্ত অপ’মানকর।

গত ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার প্রাক্তন এক সরকারী কর্মচারী ব্রিটনি হিগিনস অভিযোগ করেছিলেন যে, তিনি ২০১২ সালের মার্চ মাসে সংসদে একজন সহকর্মীর দ্বারা ধ- হয়েছিলেন।

সেই সময়ে অ্যাটর্নি-জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টার ধ- এর অভিযোগে অভিযুক্ত হয়ে ছুটিতে চলে যান। যদিও সেই ঘটনা তিনি নিজে অ’স্বীকার করেছিলেন।

তবে এবার সংসদ ভবনের এই ঘটনা নিয়ে কড়া অবস্থান নিয়েছে স্কট মরিসনের সরকার। ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন অজি অর্থমন্ত্রী সাইমন বার্মিংহ্যাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের ঘটনা দেশের করদাতাদের প্রতি অ’বজ্ঞার পরিচয় দেয়। করদাতাদের টাকায় সরকারি কর্মীরা বেতন পান। যে সরকারি কর্মীরা এই ধরনের ন্যা’ক্কারজনক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাওয়াই ভালো।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!